• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিদেশি জিম্মিদের ছাড়তে যাচ্ছে হামাস

ফারহানা মির্জা | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩, ০৯:৪৪

ছবি : সংগৃহীত

আগামী কয়েক দিনের মধ্যে বিদেশি বন্দীদের ছেড়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গেলোদিন মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় হামাসের এজেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করে বার্তা সংস্থা এএফপি।

আবু ওবেদা বলেন, আমরা মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে আগামী কয়েক দিনের মাঝেই নির্দিষ্ট সংখ্যক বিদেশীকে মুক্তি দেব। কারণ গাজাকে আমরা ইসরায়েলি সেনাদের কবরস্থানে পরিণত করতে চাই।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় এই মুহূর্তে হামাসের হাতে অন্তত ২৪০জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পাঁচজন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে একজন ইসরায়েলের সেনাও রয়েছেন।

এদিকে গেলোদিন মঙ্গলবার গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে হামাসের কেন্দ্রীয় জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ারি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। একই সময়ে আরও অন্তত ৫০জন নিহত হয়েছেন। তবে হামাসের মুখপাত্র হাজেম কাসেম ইসরায়েলের দাবিকে অস্বীকার করেছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু করার পর হামাসের সামরিক অভিযানগুলো তত্ত্বাবধান করতেন ইব্রাহিম বিয়ারি। কয়েক দশক আগে ইসরায়েলে একাধিক হামলার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। গেলো দিন জাবালিয়া ক্যাম্পে বিমান হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

এ ছাড়া গেলো মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী। ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আব্দেল আজিজ বিন হাবতৌর ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত,গাজা উপত্যকায় গেলো ২৪ দিন ধরে সংঘাত চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেলো ২৪ দিনের সংঘাতে ৮ হাজার ৫২৫জন নিহত হয়েছেন, যার মধ্যে সাড়ে ৩ হাজারেরও বেশি শিশু রয়েছে।৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top