• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১১ জিম্মির বিনিময়ে ৩৩ ফিলিস্তিনি ছাড়া পেল

ফারহানা মির্জা | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১০:০২

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির চতুর্থ দিনে চুক্তি অনুসারেই ১১ জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।যদিও এর বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি।

আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, ইসরাইলের স্থানীয় সময় সোমবার (২৭ নভেম্বর) রাতে এ বন্দি বিনিময় হয়।বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘হামাস গাজা থেকে আরও ১১ বন্দিকে মুক্তি দিয়েছে।’

সোমবার এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ‘মুক্তি পাওয়া বন্দিদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপর পরিবারের সাথে তারা পুনরায় মিলিত হবেন।’

এছাড়াও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘হামাস যেসব জিম্মিকে মুক্ত করেছে, তাদের মধ্যে ছজন আর্জেন্টিনা, তিনজন ফ্রান্স এবং দুজন জার্মানির নাগরিক।’

এদিকে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে আরও ৩৩ ফিলিস্তিনি বন্দিকে রাতে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে আছে ৩ জন নারী ও ৩০টি শিশু।

কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস-ইসরাইল সংঘাত শুরুর ৪৮ দিন পর গেলো শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির এ চার দিনে হামাস ৫০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে; বিনিময়ে ইসরাইল তাদের কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে।

এছাড়া গাজায় ত্রাণবাহী ২শ ট্রাকের পাশাপাশি ১ লাখ ৪০ হাজার লিটার জ্বালানি ও গ্যাসভর্তি অন্তত চারটি লরি প্রবেশের অনুমোদন দেবে।

গেলো শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতিতে চার দফায় ৭০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে, এ চারদিনে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ।

সোমবার ছিল চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন। এদিন হামাস ও ইসরাইল সরকারের সম্মতিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও দুদিন বাড়ানো হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top