শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

Nasir Uddin | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে যাচ্ছে ভারত। এই নেতার শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯২ বছর বয়সে মারা যাওয়া সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকার সাত দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করবে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এছাড়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

এছাড়াও ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারত ও বিশ্বের বিভিন্ন নেতা ও নাগরিকরা শোক প্রকাশ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনমোহন সিংয়ের বিনয়ী ব্যক্তিত্ব ও একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে ভূমিকার প্রশংসা করেন৷তিনি বলেন, তার (মনমোহন) প্রজ্ঞা ও নম্রতা সর্বদা দৃশ্যমান ছিল।

অপরদিকে, লোকসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী তার ‘গুরু এবং পথনির্দেশকের’ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রাহুল গান্ধী বলেছেন, লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অত্যন্ত গর্বের সঙ্গে মনে রাখবেন। এছাড়া প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খার্গসহ আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বদা ‘জাতির প্রতি তার সেবা, তার নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন এবং তার পরম বিনয়ের’ জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার চলে যাওয়া জাতির জন্য বড় ক্ষতি।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ সব দলীয় কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে মনমোহন সিং ভারত সরকারে প্রথমবারের মতো যুক্ত হয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৩২ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top