রাশিয়ার কামচাটকায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮

রাশিয়ার কামচাটকা উপকূলে আঘাত হানলো ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর মাত্রা ৭ দশমিক ৪ এবং গভীরতা ৩৯ দশমিক ৫ কিলোমিটার বলে জানিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির হুমকি তৈরি হতে পারে।
তবে জাপানের আবহাওয়া দফতর বলছে, কামচাটকার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় সময় শনিবারের এই ভূমিকম্পে এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিষয়: রাশিয়ার কামচাটকা ভূমিকম্প
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।