ইসরাইলের নির্দেশে গাজা সিটি খালি, ১২ লাখ ফিলিস্তিনি সরবে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৫

ইসরাইলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজা সিটির ১২ লাখ ফিলিস্তিনিকে দ্রুত শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। শনিবারের এই ঘোষণায় শহরের দক্ষিণে আল-মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজ ক্যাম্পের দিকে সরার আহ্বান জানানো হয়েছে।
ইসরাইলি মুখপাত্র আবিচাই অদরায়ি জানিয়েছেন, ইতোমধ্যে আড়াই লাখের বেশি মানুষ শহর ছেড়ে গেছে এবং বাকিদেরও দ্রুত নিরাপদে সরার অনুরোধ করা হয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, এই নির্দেশ মূলত শহরকে খালি করার উদ্দেশ্যে, যেখানে হাসপাতালে, মৌলিক অবকাঠামো ও সেবার অভাব রয়েছে।
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে বিমান ও স্থল হামলায় ৬৪,৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানের ফলে নগরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ৪১৩ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ১৪৩ শিশু। এই অভিযান ইসরাইলের ‘গিডিয়নের চ্যারিয়টস ২’ সামরিক অভিযানের অংশ, যার লক্ষ্য গাজা সিটিকে পুরোপুরি দখল করা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।