মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

খালি তেলের পাত্রই এখন ‘লোকাল মোবাইল সিগন্যাল টাওয়ার’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের চাক জেলার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল সিগন্যাল সমস্যায় ভুগছিলেন। গুরুত্বপূর্ণ ফোনকল মিস হওয়া থেকে শুরু করে অনলাইনে ক্লাস করা—সব কিছুই যেন ছিল ভাগ্যের ওপর নির্ভরশীল। কখনও গাছের মাথায় উঠতে হয়েছে, কখনও আবার পাহাড়ের ঢালে গিয়ে সিগন্যাল খোঁজা হয়েছে।

কিন্তু একদিন হঠাৎ করেই ঘটল এক অদ্ভুত আবিষ্কার। একজন গ্রামবাসী মোবাইল ফোন খালি তেলের পাত্রের ভেতর রাখতেই অলৌকিকভাবে সিগন্যাল শক্তিশালী হয়ে উঠল। এরপর থেকে পুরো গ্রামেই খালি তেলের পাত্র পরিণত হয়েছে ‘লোকাল সিগন্যাল টাওয়ারে’।

এখন গ্রামের মানুষ সহজেই অনলাইনে ক্লাস করতে পারছেন, দূরে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগও হয়ে উঠেছে সহজ। আগে যেখানে পাহাড়ে উঠে কিংবা বরফে বসে থাকতে হতো সিগন্যালের জন্য, গত তিন-চার বছরে এই সহজ কৌশলই হয়ে উঠেছে তাদের সমাধান।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত মন্তব্য করা যাবে না। একজন বিজ্ঞানী জানান—ফোন যখন হাতে ধরা হয়, তখন শরীর অনেক সময় নেটওয়ার্কে বাধা সৃষ্টি করে। কিন্তু ফোন স্থিরভাবে কোথাও রাখা হলে, বিশেষ করে ধাতব বা কোনো নির্দিষ্ট পাত্রের ভেতরে রাখলে সিগন্যাল তুলনামূলক ভালো থাকতে পারে। এ কারণে খালি তেলের পাত্র হয়তো গ্রামবাসীদের জন্য অস্থায়ী সমাধান হিসেবে কাজ করছে।

প্রযুক্তি সবসময় বড় কোনো আবিষ্কার থেকেই আসে না—চাক জেলার এই উদাহরণ প্রমাণ করেছে, অনেক সময় ছোট্ট একটি আইডিয়াই পুরো গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে দিতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top