ট্রাম্পের সমালোচক কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো, স্ত্রী-পুত্রের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তাঁর স্ত্রী এবং ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। শুক্রবার (২৪ অক্টোবর) ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এই ঘোষণা দেন।
বেসেন্ট পেত্রোকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে বলেন, পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদনে রেকর্ড বৃদ্ধি ঘটেছে। তিনি অভিযোগ করেন, পেত্রো সরকার মাদক ব্যবসায়ীদের দমন না করে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট পেত্রো এই অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তাঁর সরকারের আমলে কোকেন উৎপাদন কমলেও, ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ কোকেন জব্দ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে মাদক পাচার সহ্য করবে না বলে কঠোর পদক্ষেপ নিয়েছে। জবাবে পেত্রো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে লাতিন আমেরিকার বামপন্থি বিপ্লবীদের স্লোগান উল্লেখ করে লেখেন: আমরা এক পা-ও পিছু হটব না এবং কখনও হাঁটু গেড়ে বসব না।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।