ফিলিস্তিনে রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৪
 
                                        চলতি ২০২৫ কৃষি মৌসুমে প্রায় ২৫ হাজার ৩০০ টন খেজুর উৎপাদন করেছে দেশটি, যা গত বছরের প্রায় ২২ হাজার টনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
যার ভিত্তিতে ঘোষণা করা হয়েছে, দেশটির খেজুর খাত এখন একটি “কৌশলগত কৃষি সম্পদ” হয়ে উঠেছে।
উৎপাদন মূল্যায়ন বিষয়ক সর্বোচ্চ কমিটি জানিয়েছে, এ সিজনে মোট ৮৯৩টি খেজুর বাগানে ৩ লাখ ৫১ হাজার গাছ রয়েছে - যার মধ্যে ৩ লাখ ২২ হাজারটি গাছ বর্তমানে ফলন দিচ্ছে, আর নতুনভাবে ১২ হাজার ৩০০টি গাছ এখনো উৎপাদন পর্যায়ে নেই।
কমিটির চেয়ারম্যান Ashraf Barakat বলেন, “খেজুর খাত এখন আমাদের অন্যতম কৌশলগত কৃষি সম্পদ। সরকার, বেসরকারি খাত ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের অগ্রগতি হয়েছে।”
চলতি বছরে ফিলিস্তিন গত বছর ৩৫টিরও বেশি দেশে প্রায় ১৬ হাজার টন খেজুর রপ্তানি করেছে, যার ফলে ‘ফিলিস্তিনি খেজুর’ ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক বাজারে স্বাতন্ত্র্য পাচ্ছে।
উৎপাদনে বাড়তি ভরসা ও চাহিদা সৃষ্টি হয়েছে স্থানীয় বাজারেও। উচ্চমান বজায় রাখতে সরকারের প্রশিক্ষণ কর্মসূচি ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের শীর্ষ খেজুর রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।