রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

রাশিয়ার সফল পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:২৫

সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, দেশটি সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে একটি নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র—‘বুরেভেস্টনিক’। রোববার মস্কোয় সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

ক্রেমলিন কর্তৃক প্রকাশিত ভিডিও বার্তায় পুতিন বলেন,

“সিদ্ধান্তমূলক পরীক্ষা এখন শেষ হয়েছে। আমরা এই ক্ষেপণাস্ত্রকে সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত করার জন্য অবকাঠামো প্রস্তুত করছি।”

পুতিন ক্ষেপণাস্ত্রটিকে বর্ণনা করেন “বিশ্বে অনন্য সৃষ্টি” হিসেবে। তাঁর দাবি, ‘বুরেভেস্টনিক’-এর রয়েছে অসীম পাল্লা, যা অন্য কোনো দেশের অস্ত্র প্রযুক্তিতে নেই।

রাশিয়ার সামরিক চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, গত ২১ অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা ধরে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তবে এটি তার সর্বোচ্চ পাল্লা নয় বলে উল্লেখ করেন তিনি।

গেরাসিমভ বলেন,

“বুরেভেস্টনিকের প্রযুক্তিগত সক্ষমতা এমন যে এটি যেকোনো দূরত্বে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।”

এই ক্ষেপণাস্ত্র উন্নয়নের ঘোষণা প্রথম দেন পুতিন ২০১৮ সালে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক নীতির পাল্টা প্রতিক্রিয়া হিসেবে। তখন তিনি দাবি করেছিলেন, বুরেভেস্টনিক সব ধরনের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

প্রায় সাত বছর পর এর সফল চূড়ান্ত পরীক্ষার খবর এমন এক সময়ে এলো, যখন রুশ বাহিনী ইউক্রেনে ধীরগতিতে হলেও অগ্রসর হচ্ছে এবং তীব্র যুদ্ধের মধ্য দিয়ে কিয়েভের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, পুতিনের এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক সক্ষমতার শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top