গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। যুদ্ধবিরতির পরেও উদ্ধার অভিযানের ফলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে। কেবল গত এক সপ্তাহে নতুন করে পরিচয় নিশ্চিত হওয়া ২৮৪ জনের নাম যুক্ত হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হলেও ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে। সীমিত সরঞ্জাম ও অবরোধের মধ্যে উদ্ধারকর্মীরা ধীর গতিতে মৃতদেহ উদ্ধার করছেন। যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় আরও ২৪১ জন নিহত হয়েছেন।

এদিকে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে মৃতদেহ বিনিময় অব্যাহত রয়েছে। শনিবার ইসরায়েল ১৫ ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করে।

অন্যদিকে, পশ্চিম তীরেও ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষক ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top