ট্রাম্পের অভিযোগ: সাউথ আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘনে G20 বয়কট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:২৬
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের কারণ হিসেবে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানার জনগোষ্ঠীকে হত্যা ও নির্যাতন করা হচ্ছে। পাশাপাশি তাদের খামার ও জমি বেআইনিভাবে দখল করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের দাবি, এমন পরিস্থিতিতে জি-২০ সম্মেলন সাউথ আফ্রিকায় হওয়াটা লজ্জাজনক। তিনি আরও জানান, তিনি বরং ২০২৬ সালের জি-২০ সম্মেলন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজন করতে আগ্রহী।
বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর অংশগ্রহণে জি-২০ সম্মেলন আগামী ২২ থেকে ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় সম্মেলনটির ওপর বাড়তি চাপ তৈরি হলো।
বিষয়: G20

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।