ফিলিস্তিনে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৩

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি জানায়, ফিলিস্তিন ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে জার্মানি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জার্মানির চার সদস্যের একটি দল প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিন এলাকায় পৌঁছেছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ডব্রিন্ডট দেশটির সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন,

“মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য।”

তিনি আরও জানান, এ কারণেই ফেডারেল পুলিশের উচ্চপর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানো হয়েছে। এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি (ওএসসি) থেকে ফিলিস্তিন ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে কাজ করছেন।

ডব্রিন্ডট আরও বলেন,

“গত ১৫ বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিন বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top