নড়াইলে যৌথ বাহিনীর অভিযান:
২৬টি মামলা, ৯৫ হাজার টাকা জরিমানা, ১১ যানবাহন আটক
নড়াইল প্রতিনিধি: | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৮
নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬টি মামলা দায়ের, ৯৫ হাজার টাকা জরিমানা এবং ১১টি যানবাহন আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাতিরবাগান মোড়ে এ অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী।
নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ১১টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই যান চলাচলের কারণে ২৬টি মামলা দায়ের করা হয় এবং ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কামরুল ইসলাম আরও বলেন, “ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
অভিযানকালে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।