সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:০২

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকালে তেনকাসি জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

পুলিশ জানায়, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি কেসার বাস এবং কোভিলপট্টিগামী আরেকটি বাস তেনকাসি এলাকায় পৌঁছালে ভয়াবহ সংঘর্ষ হয়। ধাক্কার শক্তিতে দুমড়েমুচড়ে যায় দুটি বাসই। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ২৮ জন যাত্রী।

তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কেসার বাসটির বেপরোয়া গতি এই দুর্ঘটনার কারণ। দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়েই সংঘর্ষ ঘটে বলে মনে করছে পুলিশ।

আহতদের সবাইকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, ফলে মৃত্যুসংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top