সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বের যেসব দেশে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে কম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৪৮

সংগৃহীত

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রাজধানীসহ উচ্চঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোকে জোন–১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকাকে জোন–২ এবং অপেক্ষাকৃত নিম্ন ঝুঁকির অঞ্চলকে জোন–৩ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিদপ্তরের প্রকাশিত মানচিত্রে এ বিভাগ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

শুক্রবার ঘটে যাওয়া ৫ দশমিক ৭ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পের পর শনিবার (২২ নভেম্বর) নতুন করে রাজধানী ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’ জানিয়েছে, শনিবার থেকে রোববার পর্যন্ত বিশ্বজুড়ে ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এদিকে বিশ্বের অনেক দেশই ভূমিকম্প ঝুঁকিতে তুলনামূলক নিরাপদ। এসব দেশ প্রধান ফল্টলাইন থেকে বহু দূরে অবস্থান করায় সেখানে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা প্রায় নেই।

উত্তর-মধ্য আফ্রিকার দেশ ছাদ (Chad) ভূমিকম্প ঝুঁকিতে সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। এর নিকটতম ফল্ট লাইন প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার দূরে। তবে দেশটিতে বন্যা, খরা ও দাবানলসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। আফ্রিকার আরেক দেশ নাইজারও কোনো প্রধান ফল্টলাইনের কাছে নয়, ফলে ভূমিকম্পের ঝুঁকি কম, যদিও উচ্চ তাপমাত্রা, বন্যা ও খরা সেখানে জনজীবনে প্রভাব ফেলে।

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টেও ভূমিকম্প অত্যন্ত বিরল। বুরকিনা ফাসোতেও ঝুঁকি কম, যদিও বন্যা, খরা ও আগুনের মতো দুর্যোগ প্রায়শই দেখা যায়। ক্যারিবীয় প্লেটের ফল্টলাইন থেকে ৪৮০ কিলোমিটার দূরে হওয়ায় বাহামায় ভূমিকম্প খুবই কম, যদিও ঝড়-বন্যার আশঙ্কা বেশি।

উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত কম; নিকটতম ফল্টলাইনও প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার দূরে। সামান্য মানবসৃষ্ট কম্পন ছাড়া দেশটিতে অন্য দুর্যোগও তুলনামূলক বিরল। ডেনমার্কও আফ্রিকান-ইউরেশিয়ান প্লেট সীমানা থেকে প্রায় ১ হাজার ৯৩০ কিলোমিটার দূরে হওয়ায় ভূমিকম্প খুবই কম অনুভূত হয়।

লাটভিয়ার নিকটতম ফল্টলাইন দূরে হওয়ায় সেখানে ভূমিকম্প প্রায় দেখা যায় না; তবে বসন্তকালের ভারি বৃষ্টিপাত ও বরফ গলনে বন্যা হতে পারে। উত্তর-পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ডেও ভূমিকম্পের ঝুঁকি কম। দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে প্রধান ফল্টলাইন থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে; সেখানে ভূমিকম্প বিরল হলেও উপকূলীয় বন্যার ঝুঁকি রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top