থাইল্যান্ডে
কফিনে শুয়ে থাকা নারী হঠাৎ জীবিত হয়ে উঠলেন
ননথাবুরি, থাইল্যান্ড: | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৩:৪৬
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের এক বৌদ্ধ মন্দিরে এক নারীর দাহকার্য চলাকালীন সময় তিনি হঠাৎ জীবিত হয়ে ওঠেন, যা মন্দিরের কর্মীদের চমকে দিয়েছে।
মন্দিরের ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী ওই নারী সাদা কফিনে শুয়ে আছেন এবং হালকা হাত ও মাথা নেড়ে অস্থিরভাবে নড়াচড়া করছেন। মন্দিরের সাধারণ ও আর্থিক বিষয়ক ব্যবস্থাপক পায়রাত সুদথুপ জানান, মহিলার ভাই তাকে ফিৎসানুলোক প্রদেশ থেকে কফিনে করে মন্দিরে নিয়ে এসেছিলেন।
পায়রাত বলেন, “আমরা কফিনের ভিতর থেকে হালকা শব্দ শুনতে পেলাম। কফিন খোলার পর দেখি তিনি চোখ খোলার চেষ্টা করছেন এবং কফিনের পাশে নড়াচড়া করছেন। সম্ভবত কিছুক্ষণ ধরে তিনি এই অবস্থায় ছিলেন।”
মহিলা গত দুই বছর ধরে বিছানায় শুয়ে ছিলেন এবং কয়েকদিন আগে তার শারীরিক অবস্থা এতটা খারাপ হয়েছিল যে শ্বাস নিতে সমস্যায় পড়েছিলেন। ভাই তাকে ব্যাংককের হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও আনুষ্ঠানিক মৃত্যুসনদ না থাকায় হাসপাতালে ভর্তি করা যায়নি। পরে বিনামূল্যে দাহের সুবিধা পাওয়ার জন্য মন্দিরে নিয়ে আসেন।
মন্দিরে তার অস্থিরতা দেখে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং ডাক্তাররা মহিলাকে “সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া” (রক্তে অত্যন্ত কম শর্করা) আক্রান্ত হিসেবে শনাক্ত করেন। তারা নিশ্চিত করেছেন যে তার হৃদরোগ বা শ্বাসতন্ত্রের ব্যর্থতা হয়নি। মন্দির প্রধান ঘোষণা করেছেন, মহিলার চিকিৎসা খরচ মন্দির বহন করবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।