মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৪

সংগৃহীত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকার পরও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বাজারে ধারণা তৈরি হয়েছে, আগামী বছর জ্বালানি তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হবে।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৩.১০ ডলার। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম ২৩ সেন্ট কমে ৫৮.৬১ ডলার হয়েছে। সোমবার দাম বাড়লেও মঙ্গলবার আবার কমেছে।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হতে পারে। ডয়েচে ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, প্রতিদিন কমপক্ষে ২০ লাখ ব্যারেল উদ্বৃত্ত থাকতে পারে এবং ২০২৭ সালে ঘাটতির সম্ভাবনা সীমিত।

প্রাইভেট কোম্পানি রিলায়েন্সসহ কিছু ভারতীয় রিফাইনারি নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। ফলে রাশিয়া চীনে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের মুদ্রানীতি বৈঠকে সুদের হার কমার সম্ভাবনা বাজারে নতুন আশা জাগাচ্ছে। সুদের হার কমলে অর্থনীতি চাঙা হয় এবং জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে। অর্থাৎ বাজার এখন সরবরাহ উদ্বৃত্ত ও চাহিদা বৃদ্ধির সম্ভাবনার মধ্যে টানাপোড়েনে রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top