ইথিওপিয়ার ছাই পৌঁছালো ভারত-পাকিস্তানেও
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৫২
ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত হাইলি গুবি আগ্নেয়গিরি রোববার আচমকাই জেগে উঠেছে। রাজধানী থেকে ৮০০ কিলোমিটার দূরে, ইরিত্রিয়ার সীমান্তের কাছাকাছি এই আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই শুধু স্থানীয় এলাকায় সীমাবদ্ধ থাকে নি, বাতাসের সঙ্গে তা ভারত ও পাকিস্তানের আকাশেও পৌঁছে গেছে।
তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়ার কুণ্ডলী বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে।ধোঁয়ার মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের আকাশ ঢেকে দিয়েছে। এতে ভারতের নয়াদিল্লিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন তৈরি হয়েছে, অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশে সাদা ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানিয়েছে, হাইলি গুবি আগ্নেয়গিরির শেষ অগ্ন্যুৎপাতের রেকর্ড হোলোসিন যুগে, অর্থাৎ প্রায় ১২ হাজার বছর আগে, শেষ বরফযুগের পর পাওয়া গেছে।
অতএব এটি খুবই বিরল এবং নজিরবিহীন ঘটনা হিসেবে বিশ্বকে হতবাক করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।