বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

জেনেভায় শান্তি আলোচনা চলার মধ্যেই ট্রাম্প–জেলেনস্কির সোশ্যাল মিডিয়া দ্বন্দ্ব

নাহার | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৭

সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে জেনেভায় যখন ২৮ দফা প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঠান্ডা বাক-বিতণ্ডা।

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধ বন্ধে বিভিন্নভাবে সহায়তা করলেও ইউক্রেন কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি। তার এই মন্তব্যের কিছুক্ষণ পরই জবাব দেন জেলেনস্কি। তিনি বলেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। মার্কিন জনগণ এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।” জেলেনস্কি আরও যোগ করেন, ইউক্রেন এমন কিছু সংকেত পাচ্ছে যা জানায়—যুক্তরাষ্ট্র তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এদিকে শান্তি আলোচনায় অংশ নেওয়া দুই পক্ষই বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেন, “এবারের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।” ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান আন্দ্র্রি ইয়েরমাকও যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা স্থায়ী শান্তির দিকে এগোচ্ছি।”

বিশ্লেষকদের মতে, সাময়িক উত্তেজনা থাকলেও উভয় পক্ষের বক্তব্যেই শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনার সংকেত মিলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top