বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

‘আমার সাথে খেলতে আইসো না’,হুঙ্কার দিলেন মমতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৬

সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিমান সংস্থার লাইসেন্সজনিত ত্রুটির কারণে হেলিকপ্টার সফর বাতিল হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সরাসরি কেন্দ্রের শাসক দল বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, "ওরে, আমার সঙ্গে খেলতে যাস না।"

প্রথমে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি হেলিকপ্টারে করে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিলেন। তবে হঠাৎ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, হেলিকপ্টার উড়তে পারবে না। এতে তিনি শেষ পর্যন্ত সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

বনগাঁর সভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি ক্ষমা চাইছি, কারণ আসতে একটু দেরি হয়েছে। কিন্তু দেরির পেছনে মজার কারণ আছে। বহু মাস হেলিকপ্টার ব্যবহার করি না। অনেক অনুষ্ঠান থাকায় সেদিন হেলিকপ্টারে যাওয়ার পরিকল্পনা ছিল। হঠাৎ খবর এলো, হেলিকপ্টার যাবে না। নির্বাচন শুরুও হয়নি, আগেই সংঘাত শুরু হয়ে গেল।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি বিজেপিকে বারবার বলেছি আমার সঙ্গে যেন খেলতে না আসে। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। যা ধরেছি শেষ না করা পর্যন্ত ছাড়ি না। হেলিকপ্টার বাতিল হলেও আমার কিছু যায় আসে না।”

এর আগে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কেন্দ্রের শাসক দলকে কড়া ভাষায় সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, “ভোটার তালিকা থেকে একটিও নাম বাদ গেলে, আমি বিজেপির সরকার ভেঙে দেব।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top