হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৬
হংকংয়ের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪–এ দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ২৭৯ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার স্থানীয় সময় দুপুরে তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। কমপ্লেক্সের মোট আটটি ভবনে রয়েছে প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্ট, যেখানে চার হাজার ৬০০ জনের বেশি মানুষ বসবাস করেন।
হতাহতদের বিষয়ে বৃহস্পতিবার নিশ্চিত করেন শহরের প্রধান নির্বাহী জন লি। তিনি জানান, এখন পর্যন্ত ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, আগুনের তীব্র উত্তাপ ও ধোঁয়ার কারণে ভবনের ওপরের তলাগুলোতে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। রাতেও ভবনটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে। আগুন নেভাতে ৮০০ জনের বেশি দমকল কর্মী কাজ করছেন, তবে ১৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ১৩টি স্কুলের ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং হতাহতের সংখ্যা কমাতে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।