বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের মণিপুর রাজ্যে ভূমিকম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৫

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, ভুটান ও বঙ্গোপসাগরেও ক্ষুদ্রমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার ভূমিকম্প ঘটেছিল। এছাড়া, বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলেও বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় ৪.৫ মাত্রার ভূমিকম্প ঘটে। ইউএস জিওলজিকাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ১২০.৯ কিলোমিটার। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top