বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে বন্যা, শীতকালীন দুর্ভোগ বেড়েছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:১০

সংগৃহীত

শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতে গাজার হাজারো বাস্তুচ্যুতের তাঁবুতে বন্যা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার উপত্যকায় বৃষ্টির ফলে গৃহহীনদের দুর্ভোগ বেড়েছে। দুই বছর ধরে ইসরায়েলি হামলা ও টানা অবরোধে খাদ্যাভাবে থাকা উদ্বাস্তুদের জন্য এটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনও অব্যাহত। স্থল ও বিমান হামলার ফলে গাজার ২০ লাখের বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এদের মধ্যে অনেকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং পুরোনো তাঁবুতে বসবাস করছেন।

উম্মে আহমেদ আওদাহ বলেন, “আমাদের তাঁবু দুই বছরের পুরোনো, সম্পূর্ণ জীর্ণ। নতুন তাঁবু এখনও পাইনি। বৃষ্টি আমাদের জীবন আরও কঠিন করে দিয়েছে।”

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল-শাওয়া জানান, প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে কমপক্ষে তিন লাখ নতুন তাঁবুর প্রয়োজন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সার্ভিস বলেছে, গত সপ্তাহে বৃষ্টির পানিতে হাজার হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত বা ডুবে গেছে। বন্যার কারণে একটি ফিল্ড হাসপাতালও কার্যক্রম স্থগিত করতে হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় শীতকালীন সরবরাহ পৌঁছে দিতে কাজ চলছে, তবে ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় জিনিসের প্রবেশ ব্যাহত হচ্ছে। হামাস-নেতৃত্বাধীন কর্তৃপক্ষের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রতিশ্রুত সহায়তা যথাযথভাবে প্রবেশ করা হচ্ছে না। অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা যুদ্ধবিরতি অনুযায়ী বাধ্যবাধকতা পূরণ করছে এবং কোনো সহায়তা বন্ধ হয়নি, যদিও সহায়তা সংস্থাগুলো বিতরণে অদক্ষ অথবা ‘চুরি’ হচ্ছে। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

গাজার বাস্তুচ্যুতরা বন্যা ও শীতকালীন চরম দুর্ভোগের মুখে আরও সহায়তার জন্য আন্তর্জাতিক সহায়তা আশা করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top