বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

২৪ ঘণ্টায়ও থামেনি হংকংয়ের আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:১৩

সংগৃহীত

তাই পো এলাকার ওয়াং ফুক আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। এ ছাড়া ২৭৯ জন এখনও নিখোঁজ, তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে বহুতল ভবনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ জটিল হয়ে উঠেছে। কমপ্লেক্সের মোট ৮টি ভবনের মধ্যে ৪টি পুরোপুরি পুড়ে গেছে, ৩টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি সেবা দল আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে। পাশাপাশি শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

ভবন ধ্বংসের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক এবং এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে। হংকংয়ে ফায়ার সার্ভিস সর্বোচ্চ পাঁচ মাত্রার সতর্কতা জারি করেছে। নিরাপত্তার কারণে আশপাশের ১৩টি স্কুল বন্ধ রাখা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top