রাশিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১২:১৯
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ২৮ নভেম্বর রাশিয়ার কর্তৃপক্ষ হিউম্যান রাইটস ওয়াচের কার্যক্রম নিষিদ্ধ করেছে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই মানবাধিকার সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে আসছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ বারবার অভিযোগ জানিয়েছে যে, রাশিয়া ইউক্রেনে চলমান যুদ্ধে ভিন্নমতের লোকদের দমন করছে এবং যুদ্ধাপরাধ ঘটাচ্ছে। নির্বাহী পরিচালক বলেছেন, “সোভিয়েত পরবর্তী রাশিয়ায় মানবাধিকার ও স্বাধীনতা সমুন্নত রাখতে আমরা বরাবরই চাপ প্রয়োগ করেছি। আমাদের কাজ পরিবর্তিত হয়নি, তবে সরকারের একনায়ক নীতি এবং ইউক্রেন যুদ্ধের সময় বাহিনীর যুদ্ধাপরাধ বৃদ্ধি পেয়েছে।”
রাশিয়ার এই নিষেধাজ্ঞা মানে হিউম্যান রাইটস ওয়াচকে দেশটিতে সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।