সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

নারীদের হেনস্তার প্রতিবাদে জাতীয় পদকজয়ী বডিবিল্ডারকে নির্মমভাবে হত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৫

সংগৃহীত

হরিয়ানার রোহতকে ভিওয়ানির একটি বিয়েবাড়িতে নারীদের প্রতি অশালীন আচরণের প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন জাতীয় স্তরের স্বর্ণপদকজয়ী বডিবিল্ডার রোহিত ধনখড়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোহিত একজন বন্ধুর সঙ্গে বিয়েবাড়িতে গিয়েছিলেন। বরযাত্রীর কিছু যুবক কনের বাড়িতে এসে নারীদের সঙ্গে অশালীন আচরণ করলে রোহিত এগিয়ে যান এবং তাদের সরিয়ে দিতে চেষ্টা করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর রোহিত ও তার বন্ধু যতীন মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। পথে প্রায় ২০ জনের একটি দল তাদের ঘিরে ফেলে। হামলাকারীরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। যতীন পালাতে সক্ষম হলেও রোহিতকে ধরে দীর্ঘক্ষণ মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোহিতের পরিবার জানিয়েছে, ২০১৭ সালে বাবার মৃত্যুর পর থেকে তিনি মা ও বোনের দেখাশোনা করতেন। রোহতকের সেক্টর-৪–এ তার নিজস্ব জিমও রয়েছে। ২০১৮ সালে জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর তাকে সম্মানিত করেছিলেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারীদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রোহিতের হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top