ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬
দীর্ঘ দুর্নীতি মামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। তবে এ আবেদনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠেছে। রবিবার রাতের বিক্ষোভে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করেন হাজারো মানুষ, যেখানে বিরোধী দলের নেতারাও অংশ নেন।
বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে উপহাসসূচক কার্যক্রম চালান; কেউ কমলা রঙের কয়েদি জাম্পস্যুট পরে বিক্ষোভে অংশ নেন, আবার কেউ ‘ক্ষমা করুন’ লেখা ব্যানার ধরে দাঁড়িয়ে থাকেন। তারা অভিযোগ করেছেন, নেতানিয়াহু তার দোষ স্বীকার না করে ক্ষমা চেয়েছেন, যা জনমতের ক্ষোভ বাড়িয়েছে।
প্রেসিডেন্ট হারজগের কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুর ক্ষমা আবেদনের ‘জাতীয় ও আইনি গুরুত্ব’ রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেওয়া হবে।
নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক দুর্নীতি মামলায় ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগ রয়েছে। তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং ভিডিও বার্তায় বলেছেন, “আমি চাইলে বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত দেখতে পারতাম, কিন্তু জাতীয় স্বার্থ অন্যথা দাবি করেছে।”
৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘকাল দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী হন এবং এরপর তিন মেয়াদে মোট ১৮ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।