পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখলের দাবি রাশিয়ার, কিয়েভের অস্বীকার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১০:০২
পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার (১ ডিসেম্বর) মস্কো এই দাবি জানায়। তবে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কিয়েভের বক্তব্য—যুদ্ধ বন্ধের আলোচনায় প্রভাব ফেলতেই এমন দাবি করছে রাশিয়া।
দীর্ঘদিন ধরেই শহরটি এবং আশপাশের অঞ্চলে তীব্র সংঘর্ষ চলছে। পোকরোভস্ক দখল নিতে রাশিয়ার বিপুল সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে দাবি ইউক্রেনের। একইসঙ্গে ইউক্রেনের বহু সেনার মৃত্যুও ঘটেছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যুদ্ধবিরতি আলোচনাকে কেন্দ্র করে মার্কিন ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হয়। বৈঠকের কয়েক ঘণ্টা পরই রাশিয়া শহরটি দখলের দাবি তুলে।
রাশিয়ার দাবি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেন, “যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে আগামী কয়েক সপ্তাহ এ ধরনের ভুল তথ্য ছড়ানো হবে।” তিনি আরও জানান, পশ্চিমা বিশ্ব ও আলোচনাকে প্রভাবিত করতেই রাশিয়া এসব দাবি ছড়াচ্ছে।
সোমবারের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও পোকরোভস্ক ও আশপাশের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে এবং তারা রুশ আগ্রাসন প্রতিহত করছে।
এর আগে রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের সম্মুখ সারিতে সেনাদের সঙ্গে দেখা করেন। সেখানে সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভ পোকরোভস্ক দখলের তথ্য পুতিনকে অবহিত করেন বলে দাবি রাশিয়ার।
পুতিনের দপ্তরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়—পোকরোভস্কের সিটি সেন্টারে রুশ সেনারা পতাকা স্থাপন করছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনও এ তথ্য নিশ্চিত করেছে।
সড়ক ও রেল যোগাযোগের কারণে দীর্ঘদিন ধরে শহরটি ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে রাশিয়ার টানা ড্রোন হামলায় এসব যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন ইতোমধ্যে রসদ সরবরাহের বিকল্প পথ ব্যবহার শুরু করেছে।
তথ্যসূত্র: সিএনএন
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।