মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

কিউবায় চিকুনগুনিয়া ও ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু, ২১ শিশু আক্রান্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩

সংগৃহীত

কিউবায় জুলাই থেকে এখন পর্যন্ত চিকুনগুনিয়া ও ডেঙ্গুতে মোট ৩৩ জন মারা গেছে, যার মধ্যে ২১ জন শিশু রয়েছেন। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী কারিলদা পেনা এই তথ্য রাষ্ট্রীয় টিভিতে জানিয়েছেন।

চিকুনগুনিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। জ্বর ও প্রচণ্ড জয়েন্ট ব্যথা এই রোগের প্রধান উপসর্গ। সাধারণত এটি প্রাণঘাতী নয়, কিন্তু এবার পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। ডেঙ্গুতে মারা গেছে ১২ জন।

চিকুনগুনিয়া ভাইরাসটি প্রথম শনাক্ত হয় জুলাই মাসে কিউবার মাতান্সাস প্রদেশে, এরপর দ্রুতই দেশের ১৫টি প্রদেশে ছড়িয়ে পড়ে। একই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবও বেড়েছে।

কিউবা বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটে রয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

কর্তৃপক্ষ জানায়, অপরিচ্ছন্নতা, আবর্জনা জমে থাকা, এবং মানুষজন পানির ট্যাংকে পানি মজুত করে রাখায় মশার উৎপত্তি বেড়েছে, ফলে রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

মার্কিন নিষেধাজ্ঞা ও কোভিডে পর্যটন খাত ভেঙে পড়ায় কিউবায় বৈদেশিক মুদ্রার সংকট দেখা দিয়েছে। এতে মশা নিধনসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিরোধ কর্মসূচিও কমে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top