মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

ইতিহাস গড়লো তুরস্কের কিজিলেলমা: বিশ্বের প্রথম ড্রোন-ফাইটার!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

সংগৃহীত

আকাশে নতুন ইতিহাস গড়লো তুরস্ক। তাদের মানববিহীন যুদ্ধবিমান, বায়রাকতার কিজিলেলমা, ফাইটার জেট প্রযুক্তিতে নতুন এক মাইলফলক স্থাপন করলো। বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাসে এই অর্জন এক নতুন যুগের সূচনা করেছে।

গত ৩০ নভেম্বর, বায়কার জানায়— কিজিলেলমা সফলভাবে বিভিআর (BVR) দূরত্বে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট ইঞ্জিনচালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করেছে। এটিই বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান, যা এই সক্ষমতা প্রদর্শন করলো। কিজিলেলমা দেশীয় প্রযুক্তিতে তৈরি 'গোকদোয়ান' ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুকে ভূপাতিত করে।

লক্ষ্যবস্তু শনাক্ত করতে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব মুরাদ এইএসএ (AESA) রাডার প্রযুক্তি, যা তৈরি করেছে আসেলসান। কৃষ্ণসাগরের আকাশে পরিচালিত এই ঐতিহাসিক পরীক্ষায় কিজিলেলমা পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমানের সাথে যৌথ মিশনেও অংশ নেয়। মনুষ্যচালিত ও মানববিহীন প্ল্যাটফর্মের এই যৌথ উড্ডয়ন আকাশযুদ্ধের নতুন ধারণা তুলে ধরলো।

কম রাডার সিগনেচার ও উন্নত সেন্সর প্রযুক্তির কারণে কিজিলেলমা দূর থেকে শত্রুকে শনাক্ত করতে সক্ষম। বায়কারের চেয়ারম্যান সেলচুক বায়রাকতার বলেন, আজ উড্ডয়ন-ইতিহাসের এক নতুন যুগের দ্বার উম্মোচন করেছে বায়রাকতার। এই অর্জনের মধ্য দিয়ে কিজিলেলমা আনুষ্ঠানিকভাবে আকাশযুদ্ধ সক্ষমতার স্বীকৃতি পেল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top