রাশিয়া হুঁশিয়ারি
ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার সম্ভাবনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বন্দরে ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইউক্রেনের সশস্ত্র বাহিনী সাম্প্রতিক হামলা চালানো অব্যাহত রাখে, তবে রাশিয়া সম্ভাব্যভাবে ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ নিতে পারে।
পুতিন বলেন, “ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে, তা দস্যুতার সমতুল্য। প্রথমে আমরা ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা চালাব। দ্বিতীয়ত, যদি এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকে, আমরা সম্ভাব্যতা যাচাই করব—যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজের ওপরও হামলার সম্ভাবনা থাকতে পারে।”
তিনি আরও যোগ করেন, “সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করা। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না।”
গত দুইদিনে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছে, সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তির চেষ্টা হিসেবে মস্কোতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনার। পাঁচ ঘণ্টার আলোচনার পরও কোনো ফলাফল আসেনি, জানিয়েছেন ইউরি উসাকোভ।
সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট, আলজাজিরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।