রেকর্ড দামে বিক্রি হলো রুশ জারদের জন্য তৈরি বিরল ফ্যাবারজে ডিম!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৬
এটি সাধারণ কোনো ডিম নয়, এটি এক রাজকীয় শিল্পকর্ম। রুশ জারদের জন্য তৈরি এক বিরল ফ্যাবারজে ডিম সম্প্রতি লন্ডনের নিলামে বিক্রি হলো রেকর্ড দামে!
স্বর্ণ, হীরা আর নিখুঁত কারুকাজে মোড়া এই কিংবদন্তি শিল্পকর্মটি মঙ্গলবার লন্ডনে নিলামে ২২.৯ মিলিয়ন পাউন্ড মূল্যে নতুন মালিক পেয়েছে। এটি রুশ জুয়েলারি নির্মাতা ফ্যাবারজের নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের নতুন রেকর্ড।
সিএনএন সূত্রে জানা গেছে, এই ডিমটি ১৯১৩ সালে জার নিকোলাস দ্বিতীয় তাঁর মায়ের জন্য উপহার হিসেবে বানানোর অর্ডার করেছিলেন। এটির নাম 'শীতকালীন ডিম' বা 'Winter Egg'।
লন্ডনের ক্রিস্টিস নিলামঘরে মাত্র তিন মিনিটের বিডিংয়ের পর একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতার কাছে এটি বিক্রি হয়। এর বিক্রয়মূল্য ক্রিস্টির পূর্বানুমান ২০ মিলিয়ন পাউন্ডকেও ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এর বিপুল দামের কারণ হলো এর অবিশ্বাস্য বিরলতা। সেন্ট পিটার্সবার্গের ফ্যাবারজে হাউস মোট ৫০টি ইম্পেরিয়াল এগ তৈরি করেছিল। এটি ছিল ব্যক্তিগত মালিকানায় থাকা শেষ দিকের মাত্র সাতটি ডিমের একটি। 'ফ্যাবারজে ডিম' শুধু একটি শিল্পবস্তু নয়, এটি ইতিহাসের এক মূল্যবান প্রতীক।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।