বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ইউক্রেন যুদ্ধ

৫ ঘণ্টার বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারল না রাশিয়া-যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:২০

সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি প্রচেষ্টা আবারও অনিশ্চিত! মস্কোর ক্রেমলিনে টানা পাঁচ ঘণ্টার বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারল না রাশিয়া ও যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূতদের মধ্যকার দীর্ঘ আলোচনা মঙ্গলবার মধ্যরাতের পর শেষ হয়। এতে অগ্রগতি হয়েছে কম, মতপার্থক্য হয়েছে আরও স্পষ্ট।

পুতিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ স্পষ্ট জানিয়েছেন, "এখনও কোনো সমঝোতা হয়নি। সামনে অনেক কাজ বাকি।" তিনি এও জানান যে, যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে পুতিন নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

আলোচনায় মূল সমস্যা ছিল 'ভূখণ্ডগত দাবি', বিশেষ করে ডনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার দাবি। প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের মতবিরোধ রয়েছে।

এটি ট্রাম্পের প্রেসিডেন্সির অন্যতম বড় চ্যালেঞ্জ। যদিও এই আলোচনাকে 'গঠনমূলক' বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু সহজে এই সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেও। ইউরোপের এই ভয়াবহ সংঘাতের সমাপ্তি কবে হবে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top