বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

কারাগারে মানসিকভাবে বিপর্যস্ত ইমরান খান: অভিযোগ পরিবারের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:২০

সংগৃহীত

৭২ বছর বয়সী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত থাকলেও বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন বলে দাবি করেছেন তার বোন ডা. উজমা খানম। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিট সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, ইমরান খান সারাদিন বন্দী অবস্থায় থাকেন এবং তাকে বাইরে বের হওয়া বা কারো সঙ্গে যোগাযোগ করার তেমন সুযোগ দেওয়া হয় না।

ডা. উজমা বলেন, ইমরান খানের বর্তমান কারাবাসের জন্য তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেন। তার দাবি, ইমরান খানকে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

এদিকে ইমরান খানের ছেলে কাসিম খান রয়টার্সকে জানিয়েছেন, অনুমতি থাকা সত্ত্বেও তারা বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। একই সঙ্গে ইমরানের তিন বোন অভিযোগ করেছেন যে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়েছে।

পরিবার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের সঙ্গে ইমরান খানের শেষ সাক্ষাৎ হয়েছে ২৫ দিনেরও বেশি সময় আগে। দীর্ঘদিন তাকে না দেখতে পারার কারণে গত কয়েক দিনে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। আজকের সাক্ষাতের পর পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন যে তিনি জীবিত আছেন, তবে মানসিক ও শারীরিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top