বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের রাস্তায় পরে থাকা নবজাতককে আগলে রাখলেন বেওয়ারিশ কুকুরেরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩০

সংগৃহীত

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। শীতের রাতের শেষ প্রহরে, ভোরের আলো ফুটার আগেই রেলওয়ে কর্মীদের কলোনির একটি বাথরুমের বাইরে ঠান্ডা মাটিতে পড়ে থাকা এক নবজাতককে দেখা যায়। আশ্চর্যের বিষয়—শিশুটিকে ঘিরে ছিল কয়েকটি বেওয়ারিশ কুকুর, যারা তাকে ক্ষতি নয়, বরং নিরাপদে রাখতে নীরব প্রহরীর ভূমিকা পালন করছিল।

টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে জানা যায়, গত সোমবার ভোরে নবজাতকটিকে প্রথম দেখেন স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডল। তিনি জানান, “ঘুম ভাঙার পর যা দেখলাম, এখনও ভাবলে শরীর শিউরে ওঠে। কুকুরগুলো রাগী ছিল না, শুধু সতর্ক হয়ে বাচ্চাটিকে ঘিরে দাঁড়িয়ে ছিল। যেন বুঝতে পেরেছিল, এই শিশুটি বাঁচার জন্য লড়ছে।”

স্থানীয় বাসিন্দা সুভাষ পালও ভোররাতের ক্ষীণ কান্নার আওয়াজ শুনেছিলেন। তিনি বলেন, “মনে করেছিলাম কোনো বাড়িতে অসুস্থ বাচ্চা রয়েছে। কখনো ভাবিনি বাইরে মাটিতে নবজাতক পড়ে আছে, আর চারদিকে কুকুরগুলো প্রহরীর মতো দাঁড়িয়ে আছে।”

ধীরে ধীরে এগিয়ে গেলে কুকুরগুলো শান্তভাবে সরে দাঁড়ায়। শুক্লা মণ্ডল নিজের ওড়না দিয়ে শিশুটিকে জড়িয়ে ধরেন এবং প্রতিবেশীদের খবর দেন। পরে শিশুটিকে দ্রুত মহেশগঞ্জ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মাথার রক্ত জন্মদাগ থেকেই হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, জন্মের কয়েক মিনিটের মধ্যেই তাকে ফেলে রেখে যাওয়া হয়।

নবদ্বীপ থানার পুলিশ এবং চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং নবজাতকের দীর্ঘমেয়াদি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শহরবাসীর মনে গভীর প্রভাব ফেলেছে এই ঘটনা—প্রশিক্ষণহীন, অবহেলিত বেওয়ারিশ কুকুররা যে মানবিকতার এক বিরল উদাহরণ দেখিয়েছে।

স্থানীয় এক রেলকর্মী আবেগভরে বলেন, “যাদের নিয়ে আমরা প্রতিদিন অভিযোগ করি, সেই কুকুরগুলোই আজ এমন মানবতা দেখালো, যা সেই মানুষ দেখাতে পারেনি—যে এই শিশুটিকে ফেলে গেছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top