বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

রেকর্ড দামে বিক্রি হলো রুবেন্সের হারানো চিত্রকর্ম: মূল্য ২.৩ মিলিয়ন ইউরো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪২

সংগৃহীত

শতাব্দী ধরে লোকচক্ষুর আড়ালে ছিল এক রাজকীয় শিল্পকর্ম। ফ্লেমিশ বারোক শিল্পী পিটার পল রুবেন্সের সেই হারানো চিত্রকর্মটি সম্প্রতি প্যারিসের নিলামে বিক্রি হলো রেকর্ড দামে!

ক্রাইস্ট অন দ্য ক্রস নামের এই ঐতিহাসিক চিত্রকর্মটি ২.৩ মিলিয়ন ইউরো বা প্রায় ২২ কোটি টাকা দামে বিক্রি হয়েছে। এটি রুবেন্সের হারিয়ে যাওয়া কোনো কাজের জন্য বিশাল সাফল্য।

নিলাম সংস্থা ওসেনাত জানিয়েছে, ছবিটি রুবেন্স প্রায় ১৬২০ থেকে ১৬২৫ সালের মধ্যে এঁকেছিলেন। এটি প্যারিসের এক প্রাসাদে পুনরায় আবিষ্কৃত হয়, যা এক শতাব্দী ধরে সাধারণের চোখে পড়েনি।

মজার বিষয় হলো, এটি দীর্ঘদিন ফরাসি শিল্পী বুগেরোর সংগ্রহে থাকলেও, তাঁর উত্তরসূরিরা এটিকে রুবেন্সের সহকারীর কাজ বলে মনে করতেন। তবে জার্মান শিল্প ঐতিহাস্যবিদ নিলস বুটনার পরিচালিত প্রমাণীকরণ প্রক্রিয়ায় নিশ্চিত হয়, এটি মূল রুবেন্সেরই সৃষ্টি।

নিলাম ঘরের চেয়ারম্যান জিন-পিয়ের ওসেনাত এই ছবিটিকে ‘জাদুকরী’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, এই কাজে রুবেনসের সমস্ত শক্তি, প্রতিভা এবং বিশ্বাস স্পষ্ট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top