বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

দুই দিনের ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৩:২৩

সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি আজ (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন।

সফরে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। দুই নেতার বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ভারতীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। বৈঠকে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক ও সামরিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সফরে ভারত এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে চুক্তি করতে পারে। যদিও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে, ভারত রোম স্ট্যাটুটে স্বাক্ষর না করায় আইসিসির বাধ্যবাধকতা দেশটির ওপর প্রযোজ্য নয়।

ভারতের সঙ্গে রাশিয়ার জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক উত্তেজনা রয়েছে। তবে এসব বাধা উপেক্ষা করে ভারতের প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন।

পুতিনের নয়াদিল্লি সফরকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। পাঁচ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ড্রোন নজরদারি, ফেসিয়াল রিকগনিশন ও এআই মনিটরিং সব মিলিয়ে নিরাপত্তা জোনে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।

এদিকে, রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে। পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত এবং বিস্তৃত। আজকের চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্কের উন্নয়নের দিকে আরেকটি পদক্ষেপ।” এই চুক্তি কেবল সেনা ও সরঞ্জাম পাঠানো নয়, সরবরাহ ব্যবস্থা, যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণ করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top