বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

তেহরানের কাছে ট্রাম্পের ৩ শর্ত পাঠিয়েছেন সৌদি যুবরাজ: ইরানি সংসদ সদস্যের দাবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০

সংগৃহীত

ইরানের সংসদের জ্যেষ্ঠ সদস্য মুজতবা জোননুরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে তেহরানের কাছে আলোচনায় ফেরার জন্য ৩টি শর্ত পাঠিয়েছেন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন।

জোননুরির এই বক্তব্য ইরান ইন্টারন্যাশনালের গত শুক্রবারের প্রতিবেদনকে আরও একবার নিশ্চিত করল। ওই প্রতিবেদনে একই দাবি করা হয়েছিল।

জোননুরি বলেন, ট্রাম্প প্রশাসনের পাঠানো তিনটি শর্তের কোনোটিই যৌক্তিক নয়। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি—

ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে,

মধ্যপ্রাচ্যে সশস্ত্র মিত্রদের প্রতি সমর্থন বন্ধ করতে হবে,

এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মানতে হবে।

তেহরান শুরু থেকেই এসব শর্তকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে প্রত্যাখ্যান করে আসছে।

জোননুরি বলেন, “এগুলো আমাদের ধ্বংসের পূর্বশর্ত। গিভ অ্যান্ড টেক আলোচনায় তারা বসলে এবং সৎ উদ্দেশ্য দেখালে আলোচনায় যেতে আমাদের সমস্যা নেই।” তিনি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে আরও বলেন, “আপনি ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করুন; তাহলে ইসরায়েল নিজেই ভেঙে পড়বে—প্রতিরোধ আন্দোলনকে আলাদাভাবে আমাদের সমর্থন করতে হবে না।”

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তিনি প্রশ্ন তোলেন, বলেন, “আমাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে বলার, কিংবা রেঞ্জ ৩০০ কিলোমিটারে সীমাবদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই।”

এদিকে গত বৃহস্পতিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, রিয়াদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা করছে তেহরান—এমন দাবি ‘ইরানের মর্যাদার পরিপন্থি’ এবং ভিত্তিহীন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top