মামদানিকে টক্কর দিয়ে নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে অনড় অবস্থান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, সতর্কবার্তা উপেক্ষা করেই তিনি নিউইয়র্কে যাবেন।
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি—যিনি শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র—আগেই ঘোষণা করেছিলেন, “আইসিসি-র গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কোনো বিশ্বনেতা নিউইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।” এ ঘোষণায় নেতানিয়াহুকে লক্ষ্য করে সরাসরি সতর্কবার্তাও দেন তিনি।
তবে নেতানিয়াহু বলেছেন, “মেয়র মামদানি যদি তার মন পরিবর্তন করে ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তবেই তার সঙ্গে আলোচনা সম্ভব।”
হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর গাজায় নির্বিচার মানুষ হত্যার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে ইসরায়েল এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।
মেয়র মামদানির কঠোর বক্তব্য থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেপ্তারের সম্ভাবনা কার্যত নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের পক্ষ নিয়ে আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ফলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা যুক্তরাষ্ট্রের মাটিতে প্রায় অসম্ভব।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।