শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকা ৩০টির বেশি হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় দেশের সংখ্যা ৩০টির বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোওম। তিনি বৃহস্পতিবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে বলেন, “আমি সুনির্দিষ্ট সংখ্যা বলব না, তবে এটি ৩০-এর বেশি হতে পারে এবং প্রেসিডেন্ট বিভিন্ন দেশের মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন।”

গত জুনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১২টি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করে এবং আরও সাতটি দেশের নাগরিকদের ওপর সীমিত বিধিনিষেধ আরোপ করে। নিষেধাজ্ঞাটি অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের ওপরও প্রযোজ্য।

নোওম আরও বলেন, “যদি কোনও দেশের সরকার স্থিতিশীল না থাকে, নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে না পারে বা আমাদের ভেটিং প্রক্রিয়ায় সহায়তা করতে না পারে, তাহলে কেন আমরা তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেব?”

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সম্ভাব্যভাবে আরও ৩৬টি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করার বিষয়ে বিবেচনা করছে।

এই পদক্ষেপকে অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনে সাম্প্রতিক দুই ন্যাশনাল গার্ড সদস্য হত্যার ঘটনায় এই উদ্যোগকে আরও জোরদার করা হয়েছে। হামলাকারীর একজন আফগান নাগরিক ছিলেন, যিনি ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

এর আগে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প বাইডেন প্রশাসনের অনুমোদিত আশ্রয় আবেদন এবং ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।

সূত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top