আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষে নিহত ৪
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮
সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আরও বাড়ছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সেনাদের সঙ্গে গুলিবিনিময়ে কান্দাহারের স্পিন বোলদাক জেলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার নিহতদের বিষয়টি আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার গভর্নর নিশ্চিত করেছেন। খবরটি আলজাজিরার। সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে।
আফগান তালেবান অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা হামলা চালিয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, আফগান বাহিনীই চামান সীমান্তে বিনা উসকানিতে গুলি চালিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সীমান্ত রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সৌদি আরবে হওয়া শান্তি বৈঠক কোনো অগ্রগতি ছাড়া শেষ হয়েছে। দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সীমান্তে সংঘাতের ঘটনা ঘটেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।