• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ১৬:৪০

হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে চীন

হংকংয়ের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে চীন। চীনের শীর্ষ আইন প্রণয়নকারী সংস্থা যেন 'দেশপ্রেমিক' হংকংকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটা নিশ্চিত করার পরিকল্পনাও প্রকাশ করেছে। এজন্য হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে বেইজিং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) প্রধান লি কেকিয়াং সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব যেন এই নির্বাচনে হস্তক্ষেপ না করে।

দেশ প্রেমিকদের হাতেই যেন হংকংয়ের দায়িত্ব থাকে; তা নিশ্চিত করার জন্য হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দেওয়া হয়েছে। এনপিসি'র গত শুক্রবারের সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়।

তবে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে দমন-পীড়ন ও ভূখণ্ডটিতে চীনা নিয়ন্ত্রণ আরো শক্ত করার জন্য নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দেওয়া হয়েছে।

হংকংয়ে ভিন্নমতাবলম্বীদের কোনোভাবেই সহ্য করবে না চীনা প্রশাসন। জানা গেছে, আরো এক সপ্তাহ ধরে এনপিসি সম্মেলন চলবে। হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যাপারে তৈরি করা খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে ওই সম্মেলনে। সম্মেলনে অংশ নেওয়ার জন্য শত শত আইনপ্রণেতা বেইজিংয়ে অবস্থান করছেন।

এদিকে এনপিসি’র ভাইস চেয়ারম্যান ওয়াং চেন গতকাল শুক্রবার বলেছেন, হংকংয়ের মৌলিক আইনের কয়েকটি ধারা সংশোধন করা হবে।

রাজনৈতিক প্রচারণা চালানোর বিষয়টিও কার্যত বন্ধ করে দেওয়া হতে পারে। বর্তমান বিতর্কিত নিরাপত্তা আইন অনুসারে সেখানকার গণতন্ত্রপন্থীদের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। সূত্র : বিবিসি

এনএফ৭১/আরএইচ/২০২১



বিষয়: হংকংয় চীন


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top