শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রামেকে করোনার উপসর্গে ২ জনের মৃত্যু

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০১:০০

রামেকে করোনার উপসর্গে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে মারা যান তারা।

জানা গেছে, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনজন রোগী।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top