• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আমতলীতে এনএসএস'র নতুন প্রকল্প পরিচিতি সভা

বরগুনার আমতলী থেকে | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৪:০৯

আমতলীতে এনএসএস'র নতুন প্রকল্প পরিচিতি সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএর আয়োজনে অধিকার এখানে, এখনই ( RHRN-2) প্রকল্পের আওতায় পরিচিতি সভা হয়েছে। নারীপক্ষ বাস্তবায়নে এ প্রকল্পটি আগামী পাঁচ বছরের জন্য আমতলী এবং তালতলী উপজেলায় সম্প্রসারিত হবে।

সোমবার সকালে এনএসএস ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়। আগত অতিথিদের সামনে সভায় এনএসএস পক্ষে প্রকল্পের ডিরেক্টর বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্টরের মাধ্যমে সাম্যক ধারণা তুলে ধরেন। পরে এ বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 আগত অতিথিরা তাদের বক্তব্যে কিশোর-কিশোরীদের বয়সন্ধিকাল সমস্যা, প্রজনন স্বাস্থ্য, অধিকার মানবাধিকার এবং জেন্ডার বিষয়ক আলোচনা করেন। জেন্ডার ন্যায্যতা প্রাপ্তি বিষয়ে সুশীল সমাজকে এগিয়ে আসার জন্য আহবান করেন। এছাড়াও নারীদেরকে নিজেদের সুরক্ষায় নিজেদেরকে এগিয়ে আসতে ও সচেতন হতে আহ্বান জানান।

এস এম জাকির এর সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন- নির্বাহী পরিচালক অ্যাড.শাহাবুদ্দিন পান্না, বিশেষ অতিথি হয়ে  উপস্থিত ছিলেন আবুল হোসেন বিশ্বাস (অব) প্রভাষক আমতলী সরকারি ডিগ্রী কলেজ, আমন্ত্রিত হয়ে আরো অতিথি ছিলেন মোঃ ফারুক হোসেন যুব উন্নয়ন অধিদপ্তর।

আরো ছিলেন আলমগীর হোসেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মানজারুল হক কাউসার সমাজসেবা অফিসার, আনোয়ার হোসেন আকন (অব প্রভাষক) সভাপতি নাগরিক ফোরাম, সুমন খন্দকার আবাসিক মেডিকেল অফিসার আমতলী, এছাড়া উপস্থিত ছিলেন এনজিও কর্মী এবং পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজ ব্যক্তিবর্গ।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top