• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

আমতলী থেকে | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০৩:৫৩

আমতলীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ৫০ বছর পূর্তি উদযাপন।

বাংলাদেশের সকল শিশুর জন্য আশা, আনন্দ ও ন্যায্যতার স্বর্ণালী ৫০ বছর শ্লোগান নিয়ে বুধবার সকালে আমন্ত্রিত অতিথিদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও কেক কেটে ওয়ার্ল্ড ভিশনের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস, এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, অধ্যাপক আনোয়ার হোসেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।

সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ হোসেন আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা পারভীন, প্যানেল মেয়র মীর হাবীবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহুউল আলম নবীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র বরগুনা প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল।

সাংবাদিক জাকির হোসেন, রিপোর্টাস ইউনিটির সভাপতি খান মতিয়ার রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসাইন আলী কাজী, জয়নুল আবেদীন, এসএসডিপির নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বাবু অশোক কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কায়সার, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার প্রমুখ। বক্তাগণ সংস্থার সার্বিক কার্যক্রমে সাধুবাদ জানান এবং আমতলী উপজেলা আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top