দিনাজপুরের শ্রেষ্ঠ সার্কেল এএসপি শরীফ আল রাজীব
হিলি থেকে | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০৫:২৫
দিনাজপুরের (হাকিমপুর-ঘোড়াঘাট) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীবকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই নাম ঘোষণা করা হয়।
এদিন দিনাজপুর জেলা পুলিশের ২০২১ সালের ডিসেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় জেলার গত ডিসেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সেবা প্রত্যাশীরা থানার সেবা প্রাপ্তিতে সন্তুষ্টি,বিপুল পরিমাণ মাদক,হেরোইন,গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সাজা প্রাপ্ত ও সাধারণ ওয়ারেন্ট আসামি গ্রেফতার এবং বিট পুলিশিং মিটিংসহ যাবতীয় কর্মকান্ডে কৃতিত্বের জন্য হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শরীফ আল রাজীবকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় পুলিশ সুপারের গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শরিফ আল রাজীব। তিনি হাকিমপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের অফিসার-ফোর্সগণের অব্যাহত সহযোগিতার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়াও অত্র সার্কেল এলাকায় দায়িত্ব পালনরত সকল মিডিয়া ব্যক্তিত্বকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি দিনাজপুর শরীফ আল রাজীব
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।