শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে যুবক আটক

দিনাজপুর হিলি থেকে | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২২, ০৫:২২

অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে যুবক আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত প্রবেশের চেষ্টাকালে শুভ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছেন জয়পুরহাটের ২০ বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় হিলি সীমান্ত পিলার নম্বর ২৮৫/৫০ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেলস্টেশন শুন্য রেখা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত সুমন ইসলামের ছেলে।

হিলি হেড ক্যাম্প সুঃ মোঃ মজির হোসেন জানায়,সকালে ওই যুবক অবৈধপথে ভারত প্রবেশের চেষ্টা করছে।পরে রেলস্টেশনের শুন্য রেখা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম ওই যুবকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top