• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হিলিতে পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১৪ জন

হিলি থেকে | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২২, ০৫:২৫

হিলিতে পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১৪ জন

হিলিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ জুয়া খেলার দায়ে ১৪ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো - পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে উজ্জল হোসেন (৩৩), হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত লোকমানের ছেলে হামিদুল হক(৫৯),মৃত আমির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৪৫), দিনাজপুর সদর উপজেলার বটতলী এলাকার আবুল কালাম আজাদের ছেলে সোহাগ(৩৩),পাবর্তীপুর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে সাহেব আলী(২৮)। অপর দিকে জুয়ারু আটককৃতরা উপজেলার পালপাড়া গ্রামের মৃত মঙ্গল চন্দ্রের ছেলে তন্ময় রায়(৩০), চন্ডিপুর এলাকার মৃত কারিগর মুরমুর ছেলে সোবহান মুরমু(৩২),মকবুল হোসেনের ছেলে আব্দুর রহিম(২৮),আজিজুল হকের ছেলে মিনারুল ইসলাম (২৪),মৃত দিলিপ কুমারের ছেলে দিপ্ত কুমার(২৫),মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে শামিম হোসেন (২৮),জসিম উদ্দিনের ছেলে বাবলু হোসেন (২৬),মৃত ফারাজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল কুরাইশি(২৪),মহেন্দ্র মালির ছেলে দিনেশ মালি(৪২)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামিম জানান, বৃহস্পতিবার রাতে পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার মাঠপাড়া এলাকা থেকে হিরোইন বিক্রির সময় ক্রেতা বিক্রেতাকে তিন গ্রাম হিরোইনসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

অপরদিকে চন্ডিপুর এলাকা থেকে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ নয় জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের মামলা হয়েছে এবং তাদেরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top