শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বশেমুরবিপ্রবিতে ধর্ষণকাণ্ডে ৬ জনের প্রতীকী ফাঁসি কার্যকর

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৫৮

বশেমুরবিপ্রবিতে ধর্ষণকাণ্ডে ৬ জনের প্রতীকী ফাঁসি কার্যকর

সহপাঠি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর শিক্ষার্থীরা ধর্ষকদের প্রতীকী ফাঁসি দিলেন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে কার্যকর করা হয় এ প্রতীকী ফাঁসি। প্রতীকী ফাঁসিতে আন্দোলনরত ৬ শিক্ষার্থী নিজেরাই আসামি সাজেন। জল্লাদ হন ইইই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান হৃদয় আর বিচারক হন বিইজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ ফাহিম।

পরে জল্লাদ হাসান হৃদয় প্রতীকী আসামিদের মুখ কালো কাপড়ে ঢেকে গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেন এবং বিচারক শেখ ফাহিম ফাঁসির আদেশ দিলে আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। পরে আন্দোলন স্থল থেকে ক্যাম্পাসে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।

এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top