শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ৫ ভারতীয় নাগরিক।

দিনাজপুর থেকে | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০৪:০১

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ৫ ভারতীয় নাগরিক।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ(ভারত) ফিরে গেছেন এক নারী সহ ৫ (পাঁচ)জন ভারতীয় নাগরিক। দিনাজপুর জেলা কারাগার এবং নওগাঁ কারাগারে কারাভোগ শেষে তাদের ফেরত পাঠানো হয়।

বুধবার (২০শে এপ্রিল) বেলা ১১টায় হিলি ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান, ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের নিকট ৫জন ভারতীয় নাগরিককে হস্তান্তর করেন।

ফেরত পাঠানো নাগরিকরা হলেন ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদারের ছেলে ছামিউল হাসদা, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি, বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের মন্টু মুর্মুর স্ত্রী শান্তনা মুর্মু, দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিম আপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমবোম এবং আসাম জেলার কালাইর আলগা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ।

হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান জানান, পাঁচ ভারতীয় নাগরিক বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটকের পর দিনাজপুর জেলা কারাগার ও নওগাঁ কারাগারে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড হয়। কারাভোগ শেষ হলে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top